ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে হবে। চট্টগ্রামের ভাষায় কথা বলতে হবে, এটার জন্য লড়াই করতে হবে। না হলে আগামী ৩০-৪০ বছর পর চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হারিয়ে যাবে। এ ভাষা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না, এটা আল্লাহ প্রদত্ত দান। ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে হবে, যেখানে যান। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
আজ বৃহস্পতিবার রাতে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এফবিসিসিআই নবনির্বাচিত সভাপতি মাহবুব আলমের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা চট্টগ্রামের মধ্যে ফ্লাইটের দূরত্ব থাকলে চট্টগ্রাম অনেক এগিয়ে যেতো। এখন দিনে ১৪ ফ্লাইট আছে, আগে ছিল ২টা, যার কারণে সকালে এসে রাতে চলে যাচ্ছে। এছাড়াও অনেক সমস্যা আছে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামকে এগিয়ে নিতে।
তিনি বলেন, ভূমি অপরাধ আইন পাস করেছি, এটার জন্য দেড় বছর ঘুমাতে পারিনি। নোট করেছি বার বার, কেবিনেট কমিটিতে আটকে যায়, নানা জায়গায় গিয়ে তারপর সংসদে পাশ হয়। অনেকেই সন্দেহ করেছিল এটা পাশ করতে পারবো কি না, কিন্তু পেরেছি কারণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাপোর্ট ছিল। তিনি সাপোর্ট না দিলে পারতাম না। এ আইনের ফলাফল আপনারা পাবেন।
সভাপতি আবুল বশরের সভাপতিত্বে সৈয়দ ছগির আহমেদের পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম ও বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
বিডি প্রতিদিন/আরাফাত