চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বাঙালির এই স্বর্ণালী স্বপ্ন ও প্রত্যাশার প্রাপ্তিযোগ বিএনপি-জামায়াত দুষ্টগ্রহ এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির কিছুতেই সহ্য হচ্ছে না। তাই তারা ঐদিন পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ঢাকাকে অচল করার জন্য কথিত মহাসমাবেশ ডেকেছে। বঙ্গবন্ধু টানেল জাতীয় অহংকার, এটা নিয়ে কোনো চক্রান্তের খেলা চলবে না।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২৮ অক্টোবর দেশ ও জাতির জন্য গর্ব করার মতো একটি মর্যাদার দিন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ও একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে এক মর্যাদার আসনে নিয়ে যাবে।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল