চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাহার উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকার এক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান জানান, বাহার উদ্দিন মিষ্টি ব্যবসায়ী ছিলেন। ভোরে নামাজ শেষে মোটার সাইকেল নিয়ে পদুয়া থেকে কেরানীহাট এলাকায় যাওয়ার সময় মিঠাদিঘী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম