হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৭ সদস্য বিশিষ্ট মজলিশে খাস কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানকে ১নং উপদেষ্টা মনোনীত করেছে।
বুধবার হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও খাস কমিটির সদস্য মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হেফাজতের কার্যক্রমকে গতিশীল করতে খাস কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কাজই হচ্ছে মজলিশে শূরা কমিটির কাজ বাস্তবায়ন করা এবং সাংগঠনিক প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা। মূল কথা হচ্ছে-খাস কমিটি মজলিশে শূরার সহায়ক কমিটি হিসেবে কাজ করবে।’
জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর মজলিসে আমেলার প্রথম সভায় মজলিসে খাস কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সিদ্ধান্ত মোতাবেক ১৭ সদস্যের খাস কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন আল্লামা শায়েখ সাজেদুর রহমান, মুফতি জসীম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অন্যতম। একই সাথে আল্লামা মাহমুদুল হাসানকে ১নং উপদেষ্টা ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত