চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুদয়া ৭নং ওয়ার্ডের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রলীগ বার আউলিয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের মা শাহীদা আক্তার বাদী হয়ে লোহাগাড়া থানায় একটা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও অনেককেই আসামি করা হয়।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তারেকুল ইসলাম বলেন, গত বুধবার রাতে পদুয়া ৭নং ওয়ার্ডের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রলীগ বার আউলিয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলামকে স্থানীয় মেম্বারের ভাইয়ের নেতৃত্বে কুপিয়ে জখম করে। তার মাথায় তিনটা কোপের চিহ্ন পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার মাথায় একাধিক সেলাই করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় বুধবার রাতেই মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে এজহারভুক্ত আসামি জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল