১২ এপ্রিল, ২০২৪ ১৪:১৫

নিয়ন্ত্রণে এস আলমের ভোজ্যতেলের কারখানায় লাগা আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিয়ন্ত্রণে এস আলমের ভোজ্যতেলের কারখানায় লাগা আগুন

চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলার মইজ্জারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডে লাগা নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

অগ্নিকাণ্ডে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড কারখানার দু'তলার একটি পরিত্যক্ত রুমে থাকা ২৮ কার্টুন মাস্কিন ট্যাপ পুড়ে গেছে বলে একটি সূত্রে জানা গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখানো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, কারখানার দু'তলার একটি স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, অফিস সংলগ্ন একটি স্টোররুমে আগুন লেগেছিল। মূল কারখানা পর্যন্ত আগুন ছড়াতে পারেনি।
ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় সেখানে বেশি লোকজন ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর