২৪ মে, ২০২৪ ২২:১১

খাতুনগঞ্জে চুরির অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খাতুনগঞ্জে চুরির অভিযোগে যুবক গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির মামলায় মো. কাউছার (২৪) একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক বলেন, গত ২৩ মে খাতুনগঞ্জে একটি দোকান থেকে ৪ লাখ টাকা নিয়ে যায় চোর। পরে মামলা হলে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির বাসার খাটের নিচ থেকে চুরি যাওয়া ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর