চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩৮৮ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন, সীতাকুন্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মোঃ মুসা (৩৮), জোরারগঞ্জ থানার পূর্ব হিংগলি গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোক্তার হোসেন রাকিব (২৪), কক্সবাজারের পিয়ানখালী গ্রামের আব্দুল হক সওদাগরের ছেলে আছহাবুল হক শাহিন (২৬) ও জোরারগঞ্জ থানার মেহেদীনগর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (২৭)।
র্যাব জানায়, আটককৃত আসামিদের এবং জব্দকৃত মালামালসমূহ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে করা হবে ও তাদের তিনজনকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এবং একজনকে মীরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে যাওয়ার জন্য মীরসরাই বাজার এলাকায় অবস্থান করা এক মাদক কারবারিকে আটক করে র্যাব। শুক্রবার মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার উদ্দেশ্যে মীরসরাই বাজার এলাকায় অবস্থান করে, এ সময় আসামির দেখানোমতে তার হেফাজতে থাকা প্রাইভেটকারের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ২টি বস্তা হতে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। এর আগে একটি প্রাইভেটকারে করে মাদক বহন করে চট্টগ্রামে আসার পথে একটি কার আটক করা হয়। প্রাইভেটকার হতে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএ