ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাটির দেয়াল ধসে তাহমিদা মান্নান নিঝুম (৮) নামের এক শিশুর ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিঝুম স্থানীয় আবদুল মান্নানের মেয়ে।
পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, আলমদার পাড়া গ্রামের মাঝি বাড়িতে অত্যাধিক বৃষ্টির কারণে পার্শবর্তী বাসিন্দা আমিনুল হকের মাটির ঘরের দেয়াল ভেঙ্গে আবদুল মান্নানের ঘরের দেয়ালে পড়ে। এতে মান্নানের ঘর ভেঙ্গে যায় এবং ঘুমন্ত নিঝুম মাটিচাপা পড়ে মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে স্থানীয়দের অনুরোধে এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি।
বিডি প্রতিদিন/এএম