চট্টগ্রামে অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহেদ ও সাধারণ সম্পাদক মো. জানে আলম ও তার বাহিনীর চাঁদা আদায়ের বিরুদ্ধে ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চালকেরা। সোমবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালন করেন তারা। ধর্মঘটের কারণে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে টাইগারপাস মোড় পর্যন্ত অটো টেম্পুর ১৭নং রুটে বন্ধ ছিল টেম্পু চলাচল।
ধর্মঘটকে কেন্দ্র করে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে টেম্পু চালক মো. আনোয়ার হোসেন, মনির হোসেন, মো. সোহেল, মো. শুক্কুর, মো. তৌহিদ, মো. রাব্বি, মো. ছগির, আবদুর রহিম, মো. মামুনসহ অনেকেই বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে সংগঠনের সভাপতি মো. জাহেদ ও সাধারণ সম্পাদক মো. জানে আলম দুজনেই চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। তারা ও তাদের লোকজন যাত্রীদেরও নির্যাতন করেছেন। আশপাশে রাজনৈতিক প্রভাব বিস্তার করে চাঁদাবাজি করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই প্রতিবাদ। ইতিমধ্যে জানে আলমসহ ১৪ জনের নাম দিয়ে থানায় মামলা করা হয়েছে।’
চালকরা বলেন, ‘জাহেদ ও জানে আলম দীর্ঘদিন ধরে নির্বাচন ছাড়া চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের পদ দখল করে আছে। অন্য কেউ নির্বাচন করতে চাইলে তারা হুমকি-ধমকি, নির্যাতন করে, মামলা দিয়ে শারিরিক ও মানসিকভাবে হয়রানি করে আসছে। এমনকি তারা দীর্ঘদিন যাবৎ মেট্টো আরটিসির অনুমোদিত ১৭নং অটো টেম্পো রুটে চালকদের পরিচয়পত্র বাবদ ১০ হাজার টাকা, টেম্পু চালালে দৈনিক ২৮০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। রুটে টেম্পুর অনুমোদন দিতে ৫০-৭০ হাজার টাকা পর্যন্ত চাঁদা নিয়ে আসছে। চালকরা চাঁদা দিতে না চাইলে জানে আলম বাহিনীর মারধর, মামলা, হয়রানি থেকে রেহাই পেতেন না কেউ।’
বিডি প্রতিদিন/এএম