চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নির্মল চন্দ্র দাশ ও গ্রাম পুলিশের সদস্য (চৌকিদার) টুবুল বৈদ্যকে দুর্বৃত্তরা মারধর করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের বাইরে চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। তবে কারা কেন এ মারধর করেছে তা জানা যায়নি।
ইউপি সচিব নির্মল চন্দ্র দাশ বলেন, চৌমুহনী বাজারের একটি ব্যাংকের সামনে স্থানীয় এক মেম্বারের সঙ্গে কথা বলছিলাম। এ সময় হঠাৎ লোকজন আমাকে মারধর শুরু করেন। এতে মাথায় আঘাত পেয়েছি। পরে পটিয়া উপজেলার পাঁচুরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছি। মাথায় ৫টি সেলাই পড়েছে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, স্থানীয় বাজারে একজন ইউপি সচিব ও চৌকিদারকে মারধরের খবর পেয়েছি। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বিডি প্রতিদিন/এএম