চট্টগ্রামে লাশ বহনকিারী অ্যাম্বুলেন্সে ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত চক্র। পাশাপাশি লাশ বহনকারী গাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বুধবার রাতে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার টেকের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যুর পর মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে পরিবারের সদস্যরা উত্তর ফটিকছড়িতে ফিরছিলেন। অ্যাম্বুল্যান্সের পেছনে হাইস মাইক্রোবাসে ছিলেন স্বজনরা। নারায়ণহাট ভাঙা ব্রিজ পেরিয়ে টেকের দোকান এলাকায় পৌঁছালে ডাকাত দল অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের গতিরোধ করে ৬-৭ জনের মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা, নারীদের স্বর্ণালংকার ও ব্যাগ ছিনিয়ে নেয়। পরে গাড়ি ভাংচুর করে এবং স্বজনদের মারধর করে। এসময় নারীদের শ্লীলতাহানিও করে তারা।
ভূজপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নারায়ণহাটে ডাকাতির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ