১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২৮

গাজীপুর থেকে চুরি হওয়া টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

গাজীপুর থেকে চুরি হওয়া টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার

গাজীপুর থেকে চুরি হওয়া ১০ হাজার ৯০ পিস টি-শার্ট চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে তিন জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-মোশাররফ, মো আজাদ এবং মো গনি। মঙ্গলবার বিকেলে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় এ অভিযান পরিচালনা করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। বুধবার সকালে অভিযানের বিষয়ে সিএমপি’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়। 

সিএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, গত ১৪ সেপ্টেম্বর গাজীপুর ট্রপিক্যাল নিটেক্স বিডি লিমিটেড থেকে ১০ হাজার ৯০ পিস টি-শার্ট চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে গার্মেন্টস পণ্যগুলো চট্টগ্রাম নগরের অক্সিজেন আতুরার ডিপো থেকে উদ্ধার করা হয়। অভিযানে তিনটি কাভার্ডভ্যান জব্দ ও কাভার্ডভ্যান চালকদের গ্রেফতার করা হয়েছে। টি-শার্টগুলো বায়েজীদ থানা পুলিশ উদ্ধার করলেও স্পট ছিল পাঁচলাইশ থানায়। তাই পাঁচলাইশ থানা এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

বিডি প্রতিদিন/এএম

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর