চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ে সুপারি মজানোর গর্তে নেমে আহত প্রবাসী বখতিয়ার উদ্দিন তহিদ (৪০) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তহিদ উপজেলার পশ্চিম হাইদচকিয়া গ্রামের গুন্নু সওদাগরের বাড়ির এজমার মিয়ার ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর একই বাড়িতে সুপারি মজানোর গর্তে নেমে শহিদুল্লাহ ও শফি নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছিল। সেদিন তহিদ, শফি ও ফারুক নামে আরও তিনজন আহত হন। তারা নগরীর চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে তহিদ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        