চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহমান (২১) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে মইজ্যারটেক এলাকায় পুলিশ চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। রহমান কক্সবাজার টেকনাফ ক্যাম্প-২৪ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, বৃহস্পতিবার রাতে মইজ্যারটেক মোড়ে নিয়মিত চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রহমানের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম