চট্টগ্রামের পটিয়া উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাজন দত্ত (৩৮) নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের ধলঘাট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজন ধলঘাট ইউনিয়নের দত্তপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। মৃত্যুর পর তার বাসা থেকে একটি চিরকুট খুঁজে পেয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়দের বরাত দিয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ধলঘাট স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সামনে ঝাপ দেন রাজন। মূহুর্তেই রাজনের দেহের পা ও কোমর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে রেলওয়ে পুলিশের সাথে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
পটিয়ার ধলঘাট ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল নাথ জানিয়েছেন, রাজন দত্ত শিক্ষক হিসেবে স্থানীয়ভাবে জনপ্রিয় ছিলেন। তর মৃত্যুর পর তার রুমের ড্রয়ারে একটি চিরকুট পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এএম