চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিউলি বেগম নামের এক নারীকে হত্যার দায়ে দায়েরকৃত মামলার আসামি মাহমুদুল হককে (৫২) গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার (২৫ জানুয়ারি) রাতে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার র্যাব-৭ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ ডিসেম্বর বিকেলে পটিয়ার জঙ্গলখাইন এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শিউলি বেগমের ছেলের সাথে প্রতিবেশীদের ঝগড়া হয়। এই ঘটনার জের ধরে শিউলীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর শিউলীর স্বামী বাদী হয়ে পটিয়া থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৪ নম্বর আসামি মাহমুদুল হক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ