চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাছান (২৫), মো. শোয়াইব (১৬), মেহেদী হাসান শুভ (১৯), মোহাম্মদ জনি (৩৫), হানিফুর রহমান ইরফান (১৯) ও ইফতেখার আলী ওয়াবিদ (২১)।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা ছিনতাই চক্রের সাথে জড়িত। তাদের ছয়জনকে গ্রেপ্তার করে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম