চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শমসেরপাড়া ও বহদ্দারহাটের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- মো. আলমগীর (৩১), মো. জিয়াউর রহমান (৪১), আনিসুর রহমান (৩৫), মো. নাইম (২০), মো. কামাল হোসেন (২৮), মো. নুরুল আমিন (২৪), মো. তৈয়ব (২১) ও সানজিদা আক্তার (৩৫)।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, পুলিশের একটি টিম বহদ্দারহাট এলাকার রেক্স আবাসিক হোটেল থেকে তিনজনকে আটক করে। তাদের বিরুদ্ধেও সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
অন্যদিকে শমসেরপাড়া এলাকায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৫২টি তাস এবং নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল