চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নেয়ার সময় চার জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা এলাকায় এই ঘটনা ঘটে।
ফটিকছড়ির ভুজপুর থানার ওসি মাহবুবুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির তিন ছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসে থাকা তিন যুবক এক ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যায়। স্থানীয়রা এ ঘটনা দেখে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। শান্তিরহাট বাজার এলাকায় গাড়িটি যানজটে আটকে গেলে ভেতরে থাকা ছাত্রী চিৎকার দেয়। এসময় স্থানীয়রা গাড়িটি আটক করে অপহরণকারী তিনজন ও গাড়ির ড্রাইভারকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হবে।
বিডি প্রতিদিন/এএম