চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থা বিশ্বব্যাংক।
একইসঙ্গে সংস্থাটি বলছে, সরকার মূল্যস্ফীতির হার নির্ধারণ করেছে ৬ দশমিক ২ শতাংশ। এটি অর্জনযোগ্য, তবে বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি ও স্থিতিশীলতা রয়েছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইকোনমিক আপডেট প্রকাশ করেন সংস্থাটির লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। এ সময় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব উপস্থিত ছিলেন।
এদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। আর সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ শতাংশ।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব