নৌকা বাইচ। হারিয়ে যেতে বসা দেশীয় ঐতিহ্য। এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের শশীদ গ্রামে। তবে সচরাচর বাইচে যে নৌকা ব্যবহার হয় তার ব্যতিক্রম ছিল এ বাইচে। ব্যতিক্রমী এ বাইচের নৌকা তৈরী হয়েছে কলা গাছ ও বাঁশ দিয়ে।
বৃহস্পতিবার বিকালে নেছারাবাদের পল্লীর বাজার সংলগ্ন নদীতে এ আয়োজন দেখতে উপস্থিত হয়েছিল হাজারো মানুষ। শশীদ বাজার সংলগ্ন নদীর দু’পাড়ে এবং ছোট বড় ট্রলারে করে হাজার হাজার নারী, পুরুষ, শিশু-কিশোরের প্রাণবন্ত সমাগম এ প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তোলে। সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব কালী পূজা উপলক্ষ্যে শশীদ বাজারে ৪ দিনব্যাপী মেলা উপলক্ষে স্থানীয়রা আয়োজন করে এই প্রতিযোগিতার।
কলা গাছ ও বাঁশ দিয়ে তৈরি ৭০ ফুট লম্বা দুইটি ভেলা নৌকায় ১৫ জন করে ৩০ জন মাঝিমাল্লা বৈঠা, কাসর হাতে বাইচে অংশ নেয়।
পূজা ও মেলা কমিটির সভাপতি বাবু সমাজপতি হালদার জানায়, যুগযুগ ধরে শশীদ বাজারে বাজার কালী মন্দিরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই মেলায় নৌকা বাইচ অনুষ্ঠিত হলেও এ বছর ব্যাতিক্রমী এ কলাগাছ দিয়ে তৈরী নৌকার এ বাইচ অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বাইচ শেষে পুরস্কার হিসেবে ২১ ও ১৪ ইঞ্চি দুটি রঙ্গিন টেলিভিশন দেয়া হয় দুটি দলকে।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব