চট্টগ্রামের সীতাকুণ্ডে কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা আবুল কাসেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড বাজার হতে বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের ধারণা।
স্থানীয় সূত্র জানায়, ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেমকে বাজার হতে বাড়িতে যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
তিনি সদরের এয়াকুব নগর গ্রামের মৃত ছমির আহম্মদের পুত্র। দাম্পত্য জীবনে স্ত্রী ছাড়াও ২ ছেলে ১ মেয়ের জনক।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এ ঘটনা সাথে জড়িত থাকতে পারে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ