কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।
এর আগে ১৬ নভেম্বর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাবরের। আদালতের নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা