মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী তামান্না ই জাহান-এর বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, কোনো আসামির এক মামলায় দণ্ড কার্যকর হলে তার বিরুদ্ধে আর যে কয়টা মামলাই থাকুক না কেন সেগুলো অকার্যকর হবে। মৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে কোনো প্রকার সাক্ষ্য গ্রহণ করা হয় না। তাদের বিরুদ্ধে বিচারও চলে না।
এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে শনিবারের সংবাদ সম্মেলনে মুজাহিদের স্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হলে তা নাগরিক অধিকারের লঙ্ঘন হবে। এরই প্রতিক্রিয়ার অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
এসমময় মুজাহিদের পরিবারের এসব কথাবার্তা অযৌক্তির এবং জনগণকে বিভ্রান্ত করতেই তারা এসব কথা বলছেন বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব