মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার দুপুরে এ কথা জানিয়ে তিনি বলেন অন্য ক্ষমা প্রার্থনার আবেদনের ক্ষেত্রে যে সময় লাগে, এক্ষেত্রে আরও কম সময় লাগবে।
আইনমন্ত্রী আরও বলেন, জনগণের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের দেওয়া এ রায় নিয়ে আমরা কাজ করছি। এ কারণে আমরা এটি দ্রুত শেষ করবো।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব