মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করার আবেদন নিয়ে আবারও ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছেন তার আইনজীবীরা।
শনিবার দুপুর একটা ৪০ মিনিটে আবারও দেখা করার অনুমতি চাইতে কারাফটকের সামনে যান সাকার দুই আইনজীবী।
এ সময় আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী সাংবাদিকদের জানান, পরিবারের সদস্য এবং আইনজীবীরা সাকার সঙ্গে দেখা করতে চান। সাক্ষাতের আবেদন নিয়েই তিনি কারাফটকে এসেছেন।
সাকার আইনজীবী আরও বলেন, আমরা তার সঙ্গে (সাকা চৌধুরী) দেখা করার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছি।
এর আগে, শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাকার সাক্ষাৎ পেতে তিন দফায় চেষ্টা করেন আল ফেসানী ও আরেক আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম। বিকেলে তারা ফিরে গিয়ে রাতে সাকা চৌধুরীর দুই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফাইয়াজ কাদের চৌধুরীকে নিয়ে আবারও আসেন সাক্ষাতের আশায়। কিন্তু এবারও মিনিট দশেক কারাফটকে অবস্থানের পর ফিরে যেতে হয় তাদের।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবু