রাজশাহীতে সোলার প্যানেল পাচ্ছেন আরো ৫০ জন মুক্তিযোদ্ধা। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা দ্বিতীয়বারের মত এ উদ্যোগ গ্রহণ করেছেন। এর আগে প্রথম ধাপে ১০০ জন মুক্তিযোদ্ধাকে সোলার প্যানেল দেওয়া হয়। ইতিমধ্যে রাজশাহী জেলা প্রশাসকের দফতরে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের তালিকা দেওয়া হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে শিগগিরই তাদের বাড়িতে সোলার প্যানেল স্থাপন করা হবে।
এমপি ফজলে হোসেন বাদশা বলেন, 'সোলার প্যানেল বসানের জন্য মুক্তিযোদ্ধাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। সোলার প্যানেল দিয়ে দু’টি সিলিং ফ্যান চালানো যাবে। এছাড়া একই সময়ে তিনটি বৈদ্যুতিক বাতি জ্বালানো যাবে। প্রতিটি সোলার প্যানেলের জন্য গ্যারান্টি থাকবে ৫ বছর। সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এমপি বাদশা বলেন, ‘বিদ্যুত্ বিভ্রাটের কারণে অনেক সময় গুর’ত্বপূর্ণ কাজ বন্ধ থাকে। ফলে অনেককে সমস্যায় পড়তে হয়। এ ভাবনা থেকে সরকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেয়। পর্যায়ক্রমে সরকার দেশের সমস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুতের ব্যবস্থা করবে। তারই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা পরিবারের জন্যও সরকার সোলার প্যানেলের ব্যবস্থা করেছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে প্রথম পর্যায়ে ৩৬ লাখ টাকা ব্যয়ে রাজশাহী নগরীর ৮৬টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হয়েছে। এর মধ্যে ৪২টি স্কুল-কলেজ, তিনটি নৈশ বিদ্যালয়, আটটি পাঠাগার, নগরীর চারটি থানা, ছয়টি গোরস্থান, একটি শ্মশান ও ২৩টি মসজিদ রয়েছে। এছাড়া ১০০ জন মুক্তিযোদ্ধার বাড়িতে সোলার প্যানেল দেওয়া হয়েছে। এবার ৫০ জন মুক্তিযোদ্ধাকে সোলার প্যানেল বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/শরীফ