মার্সি পিটিশন নয়, ত্রুটিপূর্ণ বিচার (মিস ট্রায়াল) বিবেচনার আবেদন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বলে জানিয়েছেন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তবে তিনি আবেদনপত্র জমা দিতে পারেননি।
শনিবার বঙ্গভবন থেকে পৌনে ৫টার দিকে বেরিয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
হুম্মাম জানান, ‘বঙ্গভবন থেকে আমাকে বলা হয়েছে সরাসরি কোনো চিঠি জমা নেওয়া হয় না। তাই এটা মন্ত্রণালয়ে জমা দিলে সেখান থেকে তা ফরওয়ার্ড হবে। আমার ধারণা এটা আইন মন্ত্রণালয়ে জমা দিতে হবে।’
তিনি আরও জানান, ‘উনি (সালাউদ্দিন কাদের চৌধুরী) যে ডকুমেন্টগুলি জমা দিয়েছিলেন সেগুলো ভেরিফাই করে বিচার করার জন্য আমরা একটা আবেদন করেছি। সেই কপিটাই এখানে দিতে এসেছিলাম।’
এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে গাড়ি নিয়ে বঙ্গভবনে পৌঁছান তিনি। গাড়িটি বাইরে রেখে পায়ে হেঁটেই বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেন।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব