যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় শনিবার সন্ধ্যা থেকে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
তিনি আরও বলেন, একইভাবে দেশের বড় বড় শহরে বিজিবি মোতায়েন থাকবে। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের চাহিদা মোতাবেক বিজিবি মোতায়েন করা হবে।
সাকা-মুজাহিদের ফাঁসির আদেশের রিভিউ আবেদন বুধবার খারিজ হয়ে গেলে ফাঁসির দণ্ড কার্যকরের প্রস্তুতি নেয় ঢাকা কেন্দ্রীয় কারাগার। এ দুই আসামি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাণভিক্ষার সেই আবেদন এখন আইনমন্ত্রণালয়ে আছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব