চট্টগ্রামে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আয়েশা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ আয়েশা নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব