একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছে।
শনিবার রাত ৯টার দিকে চারটি গাড়িতে করে পরিবারের মোট ১৭ সদস্য কারাগারে এসে পৌঁছে। ৫ মিনিট পর তারা কারাগারে প্রবেশ করে। বর্তমানে তাদেরকে কারাগারের ওয়েটিং রুমে বসতে দেয়া হয়েছে।
এর আগে রাত সোয়া ৮টার দিকে টেলিফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের ডাকে কারা কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন