মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের জন্য ফাঁসির মঞ্চে মহড়া দিয়েছেন সাত জল্লাদ।
শনিবার সন্ধ্যার পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর ফাঁসির মঞ্চে এই সাত জল্লাদ ফাঁসির মহড়া দিয়েছেন বলে কারা কর্তৃপক্ষ সূত্র নিশ্চিত করেছে।
সাত জল্লাদের মধ্যে রয়েছেন— শাহজাহান, রাজু, আবুল, হযরত, ইকবাল, মাসুদ ও মুক্তার। তাদের মধ্যে শাহজাহানের নেতৃত্বে রাজু ও আবুল ফাঁসি কার্যকর করবেন। তবে শাহজাহান যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তাহলে রাজু ফাঁসি কার্যকর করবেন, তাকে সহযোগিতা করবেন আবুল ও হযরত। তবে শেষ মুহূর্তে শাহজাহান ও রাজুকে পরিবর্তন করে বাকি ৫ জন জল্লাদের একজন ফাঁসি কার্যকরও করতে পারেন।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন