একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু বরণকারী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফন তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের 'বাইতুল বিল্লাল'এ সম্পন্ন হয়েছে। সাকার জানাজা পড়ান হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী। অাজ রবিবার সকাল ৯টা ২০ মিনিটে তার নামাজ সম্পন্ন হয়। গহিরায় পারিবারিক নতুন কবরস্থানে সাকার মরদেহ দাফন করা হয়।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৯ অক্টোবর আপিল করেন সাকা। তবে সর্বোচ্চ সাজার পরিপ্রেক্ষিতে আপিল করেনি রাষ্ট্রপক্ষ। গত ১৮ নভেম্বর সেই আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এরপর গতকাল রাতে তার ফাঁসি কার্যকর হয়।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/শরীফ