সিলেটে শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যা মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম আহমদ আদালতে আত্মসমর্পণ করেছেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি আত্মসমর্পণ করেন। পরে বিচারক আকবর হোসেন মৃধা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
শামীম এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামরুল ইসলামের ভাই। রাজন হত্যার পর থেকেই শামীম পলাতক ছিলেন।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
গত ৮ নভেম্বর এই হত্যা মামলার রায়ে চারজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবনসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক। খালাস দেন তিনজনকে। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পাভেল নামের আরেকজন পলাতক রয়েছেন। তাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ