একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সোমবার শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ।
আজ রবিবার বিকেলে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।
এর আগে, রবিবার বিকেলে বিজয় মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনার দিয়ে ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে পাশাপাশি ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় গতকাল রাতে কার্যকর করা হয়। রাত ১২টা ৫৫ মিনিটে একসঙ্গে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম অঞ্চলের নৃশংসতম যুদ্ধাপরাধের হোতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলবদর বাহিনীর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৫/ রশিদা