ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, মেয়রের ক্ষমতা হলো ঝাড়ু দেয়া আর গাছ লাগানো। এর চেয়ে বেশি ক্ষমতা তার নেই। আজ সোমবার সকালে তিনি বিশ্বব্যাংক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
আনিসুল হক বলেন, সমন্বয়হীনতার কারণে অনেক উন্নয়ন কাজ করা যাচ্ছে না। খাল উদ্ধার করতে গেলে অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। প্রভাবশালী মহলের জন্য ওসব উদ্ধার করা যায় না। তারা খালগুলো দখল করে রেখেছে।
আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা বিলবোর্ড মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা