রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থায়ী জামিন বিষয়ে রুলের আদেশের দিন পিছিয়ে আগামী ২৪ নভেম্বর ধার্য করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এদিন রুলের আদেশের দিন নির্ধারণ ছিলো। কিন্তু ফখরুলের স্বাস্থ্য পরিক্ষার প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দেরিতে পৌঁছার কারণে আগামীকাল মঙ্গলবার এ রুলের রায় ঘোষণার জন্য ধার্য করেন আদালত।
এর আগে গত ২ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে রুলের শুনানি ২ সপ্তাহের মধ্যে নিস্পত্তির আদেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত ৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে পল্টন থানায় এ সব মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৫/মাহবুব