রাজধানীর বারিধারার নদ্দা এলাকার একটি বেসরকারি কলেজের হোস্টেল থেকে ছামিয়া-তুজ-সাদেকা ইমা (১৭) নামে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ইমা ওই কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন।
তবে তাৎক্ষণিক মৃতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে হোস্টেলের কক্ষ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি সিরাজ।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ