চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে র্যাবের চট্টগ্রাম জোনের একটি টিম এই অভিযান চালায়।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক শাহেদা সুলতানা বলেন, বহদ্দারহাটে আরাকান হাউজিং সোসাইটির একটি বাসায় অবৈধ ভিওআইপি সরঞ্জাম ব্যবহার করে ব্যবসা করা হচ্ছিল। আমরা ওই বাসায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছি।
ভিওআইপি সরঞ্জামগুলো গণনা এবং যাচাইবাছাই চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ