ঢাকার কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে চিটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
মোতাহার আবদুল্লাহকে অপহরণ করে হত্যা ও এসিড দিয়ে ঝলসে দেওয়ার মূল অভিযুক্ত, পরিকল্পনা ও হত্যাকারী।
র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) মো. জাহাঙ্গির হোসেন মাতুব্বর জানান, ভোরে চিটাখোলা এলাকা দিয়ে দু’টি মোটরসাইকেলযোগে মোতাহারসহ চারজন আসছিলেন। এসময় র্যাব-১০ এর টহল দল সন্দেহবশত তাদের থামতে বললে তারা না থেমে উল্টো হামলা চালায়। এ পর্যায়ে র্যাবের পাল্টা হামলায় বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এরপর একজনের মরদেহ পড়ে থাকে ও বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে মরদেহটি মোতাহারের বলে জানা যায়।
গত ২৯ জানুয়ারি দুপুরে খাবার খাওয়ার পর নিখোঁজ আব্দুল্লার লাশ কয়েকদিন পর প্রতিবেশী মোতাহার হোসেনের বাড়ির একটি ড্রামে গলিত অবস্থায় পাওয়া যায়। আব্দুল্লাহর বাবা বাদল মিয়ার অভিযোগ, জালটাকা তৈরির কারখানা দেখে ফেলায় তার চাচা মোতাহার শিশু আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করে।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা