রাজধানীর ভাষানটেক থানার বিআরটি প্রকল্প এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক থেকে সাজিদ খান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল এ তথ্য জানিয়েছেন।
গতকাল রবিবার থেকে শিশু সাজিদ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শেষ পর্যন্ত তার মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হলো।
বিডি-প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ