গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে সুলতান উদ্দিন মোল্লা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের কাপাসিয়ার উপজেলার চরখামের এলাকার মৃত হেলাল উদ্দিন মোল্লার ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. আই বাহার আলম জানান, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সুলতান উদ্দিন মোল্লা সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তার লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ