সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যাকারীদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যাকারীদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থার নেতারা বলেন, সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরসহ সারাদেশে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিকদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
এতে বক্তব্য দেন সংগঠনটির সভাপতিমন্ডলীর সদস্য শামসুল আলম জুলফিকার, সহসভাপতি আলমগীর গনি, মহাসচিব সাজ্জাদুল কবীর প্রমুখ।
২০১১ সালের ২৭ জানুয়ারি রাতে রাজধানীর নিজ বাসায় ফরহাদ খাঁ দম্পতিকে হত্যা করা হয়। ২০১২ সালে বিচারিক আদালত হত্যার দায়ে দু'জনকে ফাঁসির দণ্ড দেন।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ