ইতিহাসবিদ ও গবেষক মুনতাসীর মামুন বলেছেন, বিএনপির আদর্শ ১৯৪৭ সালের, ১৯৭১ সালের নয়। তাদের বর্তমান সময়ের নানা কর্মকাণ্ড অন্তত তাই বলে। কিন্তু একাত্তরকে প্রত্যাখ্যান করা মানে বাংলাদেশকে প্রত্যাখ্যান করা। আমাদের তরুণ প্রজন্ম বাংলাদেশকে পাকিস্তান হতে দেবে না। আমাদের ইতিহাস যারা বিকৃত করেছে তারা আজ সবচেয়ে বেশি ঘৃণ্যতম সভ্যতাবিরোধী অপশক্তি। বাংলার এ পবিত্র মাটি থেকে তাদের অস্তিত্ব নির্মূল করতে হবে।
সোমবার বিকালে একুশে মেলা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত নগরীর ডিসি হিলে ২২ দিনব্যাপী বইমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল হালিম দোভাষ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন