বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো আশঙ্কা নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে যারা বাংলাদেশে আসছেন তাদের মধ্যে জিকা ভাইরাস রয়েছে কিনা শনাক্ত করতে আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে মেডিকেল টিম কাজ করছে।
আজ মঙ্গলাবর দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জিকা ভাইরাস মোকাবিলায় উপযোগী ব্যবস্থা নিয়ে সরকার সতর্ক রয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকাসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলসহ অন্যান্য দেশের মায়েদের গর্ভে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে শিশু জন্মের ঘটনা বাড়ছে।
বিডি-প্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন