দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে কাল আদালতে যাবেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, অসুস্থ থাকায় আগামীকাল ম্যাডাম উপস্থিত হতে পারছেন না।
এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে রমনা থানায় মামলা করেছিল দুদক।
অন্যদিকে জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় মামলা করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা