গাজীপুরের পূবাইল সমরসিং এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর। আজ সকালে পূবাইলের সমরসিং এলাকায় গাজীপুর-সিলেট মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জয়বেপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. ফাইজুর রহমান এ খবর নিশ্চিত করেন।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে পুলিশের ধারণা।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ