রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে রানী (২০) নামের এক গৃহবধূর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাদের জন্য তার স্বামী সাহেব আলীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে ওই ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে রানীর শরীরে কেরোসিন ঢেলে তার স্বামী সাহেব আলী আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
আটক সাহেব আলী পুলিশকে বলেছেন, পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব