রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজে ছাত্রলীগের মারপিটে পুলিশ কনস্টেবল রাজু সরকার আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রাতে আহত রাজু সরকারের মা নাসিমা বেগম বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন। এতে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান আজ সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারের চষ্টো চলছে বলে জানান ওসি।
উল্লেখ, রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং মেট্রোপলিটন (আরএমপি) পুলিশের দাঙ্গা শাখার কনস্টেবল রাজু সরকারকে বুধবার দুপুরে মারপিট করে নিউ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ তার সহযোগীরা।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ